• ‌‌মাধ্যমিকের ইতিহাসের প্রশ্নপত্রও ফাঁস, বাতিল তিন পরীক্ষার্থীর পরীক্ষা ...
    আজকাল | ০৬ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ইতিহাসেও ছাড় নেই। ফাঁস মাধ্যমিকের প্রশ্নপত্র। সেই মালদা জেলা থেকেই সোমবার ফাঁস হয়ে গেল মাধ্যমিকের তৃতীয় দিনের এই প্রশ্নপত্র। জানা গিয়েছে, প্রশ্নপত্রের কিউআর কোড ঝাপসা করে সেটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এই ঘটনায় তিনজন পরীক্ষার্থীর সমস্ত পরীক্ষা বাতিল করা হয়েছে বলে জানা যায়। প্রসঙ্গত, প্রশ্নপত্র ফাঁস রুখতে এবছর প্রশ্নপত্রের ওপর কিউআর কোড চালু করেছে পর্ষদ। ওই কোডে সিরিয়াল নম্বর ‘‌এনক্রিপটেড’‌ অবস্থায় থাকে। যা দেখে বোঝা যায় ওই প্রশ্নপত্র কোথায় দেওয়া হয়েছে। এদিনও ওই কোড দেখেই স্কুলটি চিহ্নিত করা হয় এবং এরপর স্কুলের থেকে জানা যায় ওই প্রশ্নপত্র কোন পরীক্ষার্থীকে দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী তাদের চিহ্নিত করে পরীক্ষা বাতিল করে দেওয়া হয়।
  • Link to this news (আজকাল)