• জলে বিষ, স্প্রে করে মাথায় হাত কৃষকের
    আজকাল | ০৬ ফেব্রুয়ারি ২০২৪
  • মিল্টন সেন, হুগলি: বাজারে এখনও শীতের সবজির চাহিদা যথেষ্টই। সম্প্রতি অকাল বৃষ্টিতে শীতের সবজি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে কিছুটা হলেও পিছিয়ে গেছে চাষ। এবছর পোলবার কৃষক মনোজ পাকিরার জমিতে ফুল কপি, বাধা কপি, বিনস, মটরশুঁটি ‌‌ভালই হয়েছিল। পোলবার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের পুরুষোত্তম বাটি গ্রামে চার বিঘা জমিতে চাষ করেছিলেন মনোজ। সম্প্রতি তিনি লক্ষ্য করেন ফলন্ত গাছ হঠাৎ করে শুকিয়ে যেতে শুরু করেছে। কি থেকে গাছ মরে যাচ্ছে তা বুঝে উঠতে পারেননি। কীটনাশকের দোকানে গেলে দোকানদার জল পরীক্ষা করতে বলেন। চাষের জমির কাছে সেচের সুবিধা না থাকায় একটি ড্রামে জল জমা রেখে সেই জল দিয়ে তিনি চাষ করতেন। জমা জল পরীক্ষা করে জানা যায় গাছ মারা ওষুধ মেশানো আছে তাতে। শত্রুতা করে কেউ জলে বিষ মিশিয়ে দিয়েছে বলে অভিযোগ ওই কৃষকের। এদিকে, সেই জল চাষের কাজে ব্যবহার করে লক্ষাধিক টাকা ক্ষতির মুখে ওই কৃষক। পোলবা থানায় অভিযোগ দায়ের করেছেন ওই কৃষক। 
  • Link to this news (আজকাল)