• অ্যাডমিট ছাড়াই পরীক্ষাকেন্দ্রে ছাত্রী, সহায়তার হাত বাড়াল ট্রাফিক পুলিশ...
    আজকাল | ০৬ ফেব্রুয়ারি ২০২৪
  • মিল্টন সেন: স্কুল থেকে বাড়ির দূরত্ব প্রায় আড়াই কিলোমিটার। মাধ্যমিক পরীক্ষা দিতে স্কুলে পৌঁছে ছাত্রী দেখে অ্যাডমিট কার্ড নেই। পরীক্ষাকেন্দ্রের সামনে ছাত্রীকে দাঁড়িয়ে কাঁদতে দেখে এগিয়ে এলেন দুই পুলিশকর্মী। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে শ্রীরামপুরের রাজ্যধরপুর নেতাজি হাই স্কুলে।শ্রীরামপুরের ছোটোবেলুর বাসিন্দা সঙ্গীতা ঘোষ নবগ্রাম কে ডি পাল স্কুলের ছাত্রী। এদিন পরীক্ষা দিতে গিয়ে সে দেখতে পায় অ্যাডমিট কার্ড আনতে ভুলে গেছে। পরীক্ষা কেন্দ্রে ডিউটি করছিলেন মহিলা কনস্টেবল নিতু ব্যানার্জী এবং কনস্টেবল শৈলেন দন্ডপাট। তাদের মারফত ছাত্রীর খবর পৌছায় শ্রীরামপুর ট্রাফিকে কর্মরত সাব-ইন্সপেক্টর সুব্রত ধরের কাছে। সহকর্মীদের ট্রাফিক সামলানোর দায়িত্ব দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন সুব্রত বাবু। বাইকে করে ছাত্রীকে তার বাড়িতে নিয়ে যান। তড়িঘড়ি অ্যাডমিট কার্ড নিয়ে ফের পরীক্ষাকেন্দ্রের উদ্দেশে বাইক ছোটান। সময় মত সঙ্গীতাকে পৌঁছে দেন কেন্দ্রে। এই সহায়তার জন্য ওই পুলিশকর্মী সহ গোটা টিমকে ধন্যবাদ জানিয়েছেন ওই ছাত্রীর পরিবার।ছবি: পার্থ রাহা
  • Link to this news (আজকাল)