• ‌পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে গুরুতর অসুস্থ ছাত্রী
    আজকাল | ০৬ ফেব্রুয়ারি ২০২৪
  • মিল্টন সেন, হুগলি:‌ ‌সোমবার ছিল ইতিহাস পরীক্ষা। এদিন পরীক্ষা দিয়ে বেরিয়ে রাস্তায় আচমকা অসুস্থ হয়ে পড়ে এক ছাত্রী। শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ তাঁকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতলে পাঠায়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে শেওড়াফুলি সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতনের ছাত্রীর পরীক্ষার সিট পড়েছিল বৈদ্যবাটী সুরেন্দ্রনাথ রায় বালিকা বিদ্যালয়ে। এদিন ছিল ইতিহাস পরীক্ষা। পরিবার সূত্রে জানা যায়, আগে থেকেই অসুস্থ ছিল ওই ছাত্রী। এদিন পরীক্ষা দিয়ে বেরিয়ে বাড়ি ফেরার পথে ফের অসুস্থ হয়ে পড়ে সে। যে টোটোতে বাড়ি ফেরে কয়েকজন সহপাঠীর সঙ্গে, তাঁরা দেখে ওই ছাত্রী অজ্ঞান হয়ে গেছে। তাঁরা পুলিশের দৃষ্টি আকর্ষন করে। বিষয়টি নজরে আসে শেওড়াফুলি ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক সুমন্ত নন্দীর। দ্রুততার সঙ্গে ছাত্রীকে একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। সেখানে ওই ছাত্রীর প্রাথমিক চিকিৎসা হয়। পরে তাঁকে মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ছাত্রীর মা জানিয়েছেন রবিবার অসুস্থতার কারণে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে দেখানো হয়েছিল তাঁকে। সেখান থেকে তাঁকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরে পরীক্ষা দিতে পারার মত অবস্থায় থাকায় তাঁকে সেখান থেকে ছেড়ে দেওয়া হয়। এদিন পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার সময় ফের অসুস্থ হয়ে পড়ে সে। 
  • Link to this news (আজকাল)