• সহায়তার আর্জি নিয়ে সটান মুখ্যমন্ত্রীর বাড়িতে বৃদ্ধ, পুলিশের সহায়তায় মিটল সমস্যা...
    আজকাল | ০৬ ফেব্রুয়ারি ২০২৪
  • মিল্টন সেন,হুগলি: আক্ষেপ ছিল, ছেলের জন্যে কিছুই করতে পারেননি। মনে করেছিলেন ছেলেদের কাছে থাকা খাওয়া তাঁর পক্ষে দিনে দিনে অসুবিধের কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাই কিছু একটা ব্যবস্থা করে দেওয়ার আবেদন নিয়ে হুগলি থেকে মুখ্যমন্ত্রীর বাড়ি, কালীঘাটে পৌঁছেছিলেন ৭৫ বছরের রাধেশ্যাম রাম। প্রথমে কালীঘাট থানার পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। জানতে পারে বৃদ্ধের নাম রাধেশ্যাম রাম, বাড়ি হুগলি স্টেশনের কাছেই। সঙ্গে সঙ্গেই কালীঘাট থানার তরফে যোগাযোগ করা হয় চুঁচুড়া থানার সঙ্গে। থানার আইসি অনুপম চক্রবর্তীর উদ্যোগে চুঁচুড়া থানার পুলিশ বৃদ্ধের ছেলেকে নিয়ে কালিঘাট থানায় পৌঁছায়। সন্ধায় বৃদ্ধকে ফিরিয়ে নিয়ে আসে চুঁচুড়া থানায়। দীর্ঘ সময় বৃদ্ধের সঙ্গে কথা বলেন আইসি। যথাসাধ্য কাউন্সেলিং করেন। তার পর রাতে বৃদ্ধকে গাড়ি করে বাড়ি পৌঁছে দিয়ে আসে পুলিশ। এদিন বৃ্দ্ধ বলেন, আট মাস ধরে তিনি ঘুরছেন। এদিন আধার কার্ড নিয়ে তিনি কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তাঁর আর্জি ছিল, যদি কোনও আশ্রমে থাকা এবং কাজের একটা ব্যবস্থা হয়। তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর দেখা হয়নি। বৃদ্ধের ছেলে সঞ্জীব জানিয়েছেন, রাধেশ্যাম বাবু এতদিন তাঁর কাছেই থাকত। সম্প্রতি তিনি বলতে শুরু করেন ছেলে বেকার, কী করে তাকেঁ খাওয়াবে। আক্ষেপ করেন, ছেলেকে তিনি কিছু করে দিতে পারেননি। তাই চলে গিয়েছিলেন। পুলিশের সাহায্যে তিনি বাবাকে খুঁজে পেয়ে খুশি তিনি।
  • Link to this news (আজকাল)