• বাজেটের কারণে দিল্লি যাচ্ছেন না, জানালেন মমতা
    আজকাল | ০৬ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ৮ তারিখ রাজ্য বাজেট। সেখানে থাকবেন বলে দিল্লি সফর বাতিল করলেনন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে এই কথা জানিয়েছেন তিনি। ৮ তারিখ যে রাজ্য বিধানসভায় বাজেট হবে সে কথা আগেই জানা গিয়েছিল। এদিন সেই প্রসঙ্গ তুলেই মুখ্যমন্ত্রী জানান, বাজেটের কারণে দিল্লি সফর বাতিল করেছেন তিনি। তাঁর বদলে দিল্লি যাচ্ছেন তৃণমূলের দুই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দিল্লিতে ‘এক দেশ, এক ভোটের’ বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল মমতার। তার বদলে দুই সাংসদ যোগ দেবেন সেই বৈঠকে। প্রসঙ্গত, বৈঠকে যোগ দিতে সোমবার বিকেলেই দিল্লি যাওয়ার কথা ছিল মমতার। ইতিমধ্যেই, রাজধানীতে পৌঁছে গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অমিত শাহের সঙ্গে একপ্রস্থ বৈঠকও সেরে ফেলেছেন তিনি। বর্তমানে কেন্দ্রের বঞ্চনা সহ একাধিক ইস্যুতে কেন্দ্রকে বিঁধেছেন মুখ্যমন্ত্রী। সেই পরিস্থিতিতে বেশ গুরুত্বপূর্ণ ছিল এই দিল্লি সফর। কিন্তু বাজেটের কারণে যাত্রা বাতিল করলেন তিনি।
  • Link to this news (আজকাল)