• ‌‌রামমন্দিরে ডিজিটাল পুজো–প্রচার ঘিরে বিতর্ক
    আজকাল | ০৬ ফেব্রুয়ারি ২০২৪
  • বিভাস ভট্টাচার্য:‌ এক ক্লিকেই রামমন্দির। যে কোনও জায়গায় নয়। একেবারে অযোধ্যায়। শুধু ‘‌ঘন্টা’‌ বাজাতে হবে। ঢুকে পড়া যাবে মন্দিরে। ফুল, মালা সবই চড়ানো যাবে। এমনকী পাওয়া যাবে প্রসাদ বা করা যাবে আরতিও। হোয়াটসঅ্যাপে ঘুরে বেড়াচ্ছে রামমন্দিরের গ্রাফিক্স সম্বলিত এর লিঙ্ক। গত ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনের পর বিরোধীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, ‘‌রাম আগুন নয়, শক্তি।’‌ রাজনৈতিক পর্যবেক্ষকদের অনুমান, আসন্ন লোকসভা নির্বাচনে এই ‘‌শক্তি’‌কে হাতিয়ার করে দেশজুড়ে ঝাঁপাতে চলেছে বিজেপি। তার আগে এই মেসেজ? এটা কি নিছকই ধর্মীয় প্রচার না নির্বাচনের আগে বিজেপির জমি তৈরির প্রস্তুতি? ‘‌ডিজিটালি’‌ ধর্মীয় প্রচার। যদিও এমন নয় যে এভাবে প্রথম কোনও প্রচার হচ্ছে। বিশেষ বিশেষ তিথিতে দেশের বিখ্যাত বিখ্যাত মন্দিরগুলিতে ডিজিটাল পদ্ধতিতে পুজো দিয়ে ক্যুরিয়ারে প্রসাদ পাওয়ার উদাহরণ বহু আছে। কিন্তু বিতর্কটা উস্কে দিয়েছে ভোটের আগে এমন একটি মন্দির নিয়ে প্রচার। যা নিয়ে অতীতে বহু বিতর্ক হয়েছে। গত ৩ ফেব্রুয়ারি শনিবার রেড রোডে তৃণমূল কংগ্রেসের ধর্নামঞ্চে বক্তব্য পেশ করতে গিয়ে সাংসদ কল্যাণ ব্যানার্জি অভিযোগ করেন, ‘‌নরেন্দ্র মোদি জানেন তিনি নিজের ভারে আর কাটবেন না। সেজন্যই ধর্ম নিয়ে এসেছেন।’‌ এবিষয়টি নিয়ে যখন তাঁর কাছে জানতে চাওয়া হয় তিনি বলেন, ‘‌যেটা বলেছি সেটাই’‌। রাজ্য সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য বলেন, ‘‌আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ডিজিটাল ইন্ডিয়া গড়ার কথা বলেছিলেন। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তিনি ডিজিটাল ধর্ম তৈরি করছেন।’‌ রাম নামের ওপর ভর করেই বিজেপি ভোটের বৈতরণী পার হতে চাইছে বলে অভিযোগ করেন রাজ্য কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায়। তিনি বলেন, ‘‌ভগবান রাম সকলের শ্রদ্ধেয়। কিন্তু বিজেপির মতো একটা ফ্যাসিস্ট দল রামকে সামনে রেখে ভোটের বৈতরণী পার হতে চাইছে।’‌ যদিও বিজেপি বিরোধীদের এই বক্তব্যকে কোনও গুরুত্ব দিতে রাজি নয়। রাজ্য বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, ‘‌আমরা আগেও বলেছি এখনও বলছি ধর্ম নিয়ে রাজনীতি করতে চাইলে নরেন্দ্র মোদি গেরুয়া পরে, পায়ে খড়ম পরে আর কপালে বিশাল তিলক লাগিয়ে পদযাত্রা করতে পারতেন। রামমন্দির ছিল ভারতে বিদেশি আক্রমণকারীর একটা ক্ষতচিহ্ন। যেটা আমরা মুছতে চেয়েছি। আমরা বাবরকে বিদেশি হানাদার বলে মনে করি। অন্যদিকে তন্ময় ভট্টাচার্যরা বাবরকে নিজেদের পূর্বপুরুষ বলে মনে করেন।’‌ 
  • Link to this news (আজকাল)