ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের মধ্যেই সিরিজের বাকি ম্যাচের জন্য ভারতীয় স্কোয়াড সাজাতে ভাইজাগে পৌঁছে গেলেন বিসিসিআই নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে এখনও তিন ম্যাচ বাকি আছে (India vs England) সিরিজের প্রথম ম্যাচ হয়েছে হায়দরাবাদে। যেখানে ইংল্যান্ডের কাছে হেরেছে ভারত। দ্বিতীয় ম্যাচ হয়েছে ভাইজাগে। সেখানে পালটা ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে রোহিত-ব্রিগেড। প্রথমসারির কয়েকজন খেলোয়াড়ের অনুপস্থিতিতেও দ্বিতীয় ম্যাচে ভারতের ১০৬ রানে জয় টিম ইন্ডিয়ার মনোবল কয়েকগুণ বাড়িয়ে তুলেছে। ভারতের পরের ম্যাচ হবে ১৫ ফেব্রুয়ারি, রাজকোটে।