• ‌এবার ইমরান খানের বোনকে তলব করল পাক তদন্তকারী সংস্থা
    আজকাল | ০৬ ফেব্রুয়ারি ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ একাধিক মামলায় দোষী সাব্যস্ত হয়ে জেলবন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। এবার তাঁর বোন আলিমা খানকে তলব করল পাকিস্তানের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ফেডারেল ইনভেস্টিগেটিং এজেন্সি (এফআইএ)। জনগণকে পাকিস্তানের সামরিক বাহিনীর বিরুদ্ধে উসকে দেওয়ার অভিযোগে রবিবার আলিমা খানের লাহোরের বাসভবনে সমন পাঠিয়েছে এফআইএ। চিঠিতে তাঁকে ৬ ফেব্রুয়ারি বেলা ১১টায় এফআইয়ের কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। জানা গেছে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রক থেকে আসা নির্দেশের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে আলিমার বিরুদ্ধে। এদিকে আলিমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে সামরিক বাহিনী ও বিচার বিভাগকে লক্ষ্য করে কুৎসা ও উসকানিমূলক বক্তব্য ছড়ানোর অভিযোগে সম্প্রতি অন্তত ৬৫ জন সাংবাদিক ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে তলব করেছে এফআইএ। তাদের সবাই ইমরান খান ও তাঁর রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) সমর্থক। আগামী ৮ ফেব্রুয়ারি পার্লামেন্ট নির্বাচন হবে পাকিস্তানে। 
  • Link to this news (আজকাল)