• ‌বিদ্রোহীদের দখলে সামরিক সরকারের আরও কয়েকটি ঘাঁটি, তিন দিনে মৃত মায়ানমারের ৬২ সেনা...
    আজকাল | ০৬ ফেব্রুয়ারি ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ মায়ানমারের জুন্টা সরকার গত তিন দিনে পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ) ও জাতিগত সশস্ত্র সংগঠনের (ইএও) কাছে আরও কয়েকটি ঘাঁটির নিয়ন্ত্রণ হারিয়েছে। এছাড়া সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলায় ৬২ জন সেনা প্রাণ হারিয়েছেন। জানা গেছে, সাগাইং, মাগউই ও মান্দালে অঞ্চল এবং কাচিন ও কারেন প্রদেশের একাধিক ঘাঁটি দখল করা হয়েছে। তবে সামরিক বাহিনীর পক্ষ থেকে এই হামলার বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। এদিকে, পিডিএফের হোমালিন গ্রুপ জানিয়েছে, মায়ানমারের শাসক বাহিনী গত শনিবার সাগাইং অঞ্চলের হোমলিন টাউনশিপের শোয়ে পাই আয়ে শহরকে পরিত্যক্ত ঘোষণা করে। এরপর পিডিএফ বাহিনী শহরটির নিয়ন্ত্রণ নেয়। পিডিএফ বাহিনী গত বছরের ২২ নভেম্বর হোমলিন দখল করেছিল। পরে গত ২৬ জানুয়ারি থেকে প্রায় ৪০০ মায়ানমার সেনা ও তাদের বন্ধু শান্নি ন্যাশনালিটিস আর্মি (এসএনএ) শহরটি পুনরুদ্ধারের চেষ্টা করেছিল। কিন্তু ব্যর্থ হয়। 
  • Link to this news (আজকাল)