• ‌ ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ক্যান্সারে আক্রান্ত
    আজকাল | ০৬ ফেব্রুয়ারি ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ক্যান্সারে আক্রান্ত। সোমবার বাকিংহাম প্যালেস জানিয়েছে, রাজা চার্লসের ক্যান্সার ধরা পড়েছে এবং তার চিকিৎসা শুরু হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, প্রস্টেটের কিছু সমস্যা ছিল তাঁর। ব্রিটিশ রাজপরিবারের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, তাঁর শরীরে ক্যান্সারের বাসা বাঁধার ঘটনাটি ‘পৃথক সমস্যা’। তবে ক্যান্সার কোন পর্যায়ে রয়েছে তা স্পষ্ট করেনি বাকিংহাম প্যালেস। ইতিমধ্যেই চার্লসের চিকিৎসা শুরু হয়েছে। আপাতত কর্মসূচি থেকে বিরতি নিয়েছেন ৭৫ বছরের চার্লস। শীঘ্রই রাজা তৃতীয় চার্লস আবার জনসম্মুখে ফিরবেন বলে আশাবাদী বাকিংহাম প্যালেস। এদিকে, ক্যান্সার আক্রান্ত বাবাকে দেখতে ব্রিটেন যাচ্ছেন প্রিন্স হ্যারি। ইতিমধ্যেই বাবার সঙ্গে কথা হয়েছে তাঁর। ক্যালিফোর্নিয়া থেকে ব্রিটেনে আসবেন হ্যারি। তবে কবে তা এখনও জানা যায়নি। অন্যদিকে, চার্লসের অনুপস্থিতিতে রাজকাজ কে চালাবে, তা নিয়ে প্রশ্ন উঠছে। উল্লেখ্য, রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পরে গত মে মাসে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে আনুষ্ঠানিক ভাবে ব্রিটেনের সিংহাসনে বসেন তৃতীয় চার্লস। 
  • Link to this news (আজকাল)