• ১০ মে'র মধ্যে ভারতীয় সেনারা মালদ্বীপ ছাড়বেন: মুইজ্জু
    আজকাল | ০৬ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু সেদেশের সংসদে বলেছেন, তাঁর দেশ কোনও দেশকে মালদ্বীপের সার্বভৌমত্বে হস্তক্ষেপ বা খাটো করতে দেবে না। তিনি বলেন, আগামী ১০ মে"র মধ্যে ভারতীয় সেনারা মালদ্বীপ ত্যাগ করবেন। নয়াদিল্লি ও মালে এটাতে সম্মত হয়েছে। প্রেসিডেন্ট মুইজ্জু বলেন, দেশটির তিনটি বিমান প্ল্যাটফর্মের একটিতে থাকা ভারতীয় সেনারা ১০ মার্চের মধ্যে চলে যাবেন এবং অন্য দুটিতে থাকা সেনারা ১০ মে"র মধ্যে প্রত্যাহার করে নেবেন।তিনি আরও বলেন, মালদ্বীপ ভারতের সাথে দেশের অভ্যন্তরীণ এবং জলের চার্টগুলি পরিমাপ করার জন্য চুক্তি নবায়ন করবে না।প্রেসিডেন্ট মুইজ্জু বলেন, "আমরা কোনও দেশকে আমাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ বা ক্ষুণ্ন করতে দেব না।" এদিকে প্রধান দুই বিরোধী দল এমডিপি ও ডেমোক্র্যাট দল প্রেসিডেন্ট মুইজ্জুর ভাষণ বয়কট করেছে। ৮৭ আসন বিশিষ্ট সংসদে দুই দলের ৫৬ জন সংসদ সদস্য (৪৩+১৩) রয়েছেন।মুইজ্জু সরকারের প্রশাসক পদ পেতে সাতজন এমপি পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতির ভাষণের সময় বর্তমান ৮০ জন সংসদ সদস্যের মধ্যে মাত্র ২৪ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, মালদ্বীপের পার্লামেন্টের ইতিহাসে এটিই সবচেয়ে বড় বয়কট।এমডিপি ও ডেমোক্র্যাটরা প্রেসিডেন্টকে অভিশংসনের প্রস্তাব নিয়েও কাজ করছেন।মানবিক সহায়তা ও চিকিৎসা সরিয়ে নেওয়ার জন্য দ্বীপরাষ্ট্রটিতে ভারতের ৮৭ জন সেনা রয়েছে।প্রেসিডেন্ট মুইজ্জু গত বছরে তাঁর নির্বাচনী প্রচারাভিযানে মালদ্বীপের অভ্যন্তরীণ বিষয়ে ভারতীয় প্রভাব হ্রাস করার দিকে ফোকাস করেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি ভারতীয় সৈন্যদের উপস্থিতি মুক্ত করতে কাজ করছেন।
  • Link to this news (আজকাল)