• ‌‌চিতাবাঘের হামলায় জখম পাঁচ
    আজকাল | ০৬ ফেব্রুয়ারি ২০২৪
  • অতীশ সেন, ডুয়ার্স:‌ ফের মালবাজারে চা বাগানে এসে মানুষের উপর আক্রমণ চালিয়ে ৫ জনকে জখম করল চিতাবাঘ। সোমবারে বিকেলে ঘটনাটি ঘটেছে মাল মহকুমার কুমলাই গ্রাম পঞ্চায়েতের নিজামবাড়ি এলাকায়। জানা গিয়েছে সেখানে একটি ছোট চা বাগানে দুপুর থেকেই চিতাবাঘটি আশ্রয় নিয়েছিল। চা বাগানের আশপাশের বাসিন্দারা সেখানে ভিড় জমালে আচমকা সেটি মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তেই একাধিক মানুষ জখম হন। আহত ও রক্তাক্ত পাঁচ জনকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে বনদপ্তরের মালবাজার স্কোয়ার্ডের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। জাল দিয়ে গোটা এলাকা ঘিরে ফেলেন। এরপর ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে চিতাবাঘটিকে অজ্ঞান করা হয়। প্রসঙ্গত দুই দিন আগে মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের মাথা চুলকা গ্রামেও একইভাবে একটি চিতাবাঘ চা বাগানের ভেতর ঢুকে পড়েছিল। সেখানে চিতাবাঘের হামলায় তিন জন জখম হন। পরে ঘুমপাড়ানি গুলি করে সেটিকেও কাবু করা হয়েছিল। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে চিতাবাঘটিকে লাটাগুড়ি প্রকৃতিবীক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। জখম ব্যক্তিদের চিকিৎসার খরচ বনদপ্তর করবে বলে জানা গেছে। ‌
  • Link to this news (আজকাল)