• নরেন্দ্রপুর থানার একাংশ আসতে চলেছে কলকাতা পুলিশের অধীনে, সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে...
    আজকাল | ০৬ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ভাঙড়ের পর এবার নরেন্দ্রপুর। নরেন্দ্রপুর থানার একাংশ এবার আসতে চলেছে কলকাতা পুলিশের অধীনে। জানা গিয়েছে, নরেন্দ্রপুর থানাকে ভেঙে তিনটি ভাগে ভাগ করা হবে। তার মধ্যে দুটি থাকবে কলকাতা পুলিশের অধীনে। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া বলে জানা গিয়েছে। ভাগ করা তিনটি থানার মধ্যে নরেন্দ্রপুর থানা থাকবে দক্ষিণ ২৪ পরগনা জেলায়। বর্তমান নরেন্দ্রপুর থানাকে দুটি ভাগে ভাগ করে একটি থাকবে খেয়াদহ এবং আর একটি থাকবে আটঘরা এলাকায়। এই দুটি থানাই থাকবে কলকাতা পুলিশের অধীনে। সাম্প্রতিক কালে একাধিক বার সংবাদের শিরোনামে উঠে এসেছে নরেন্দ্রপুর। আইনশৃঙ্খলাকে আরও কঠোর করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এর আগে ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় নিয়ে আসা হয়েছিল। নির্বাচনের সময় একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছিল সেখানে। সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতেই ভাঙড়ের পর নরেন্দ্রপুরকেও কলকাতা পুলিশের আওতায় আনার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। সেই কথা মেনেই এবার এই পদক্ষেপ নিল প্রশাসন।
  • Link to this news (আজকাল)