• আজ বৃষ্টি ১২ জেলায়, ২৪ ঘণ্টায় চড়েছে পারদ; শীত বিদায় কবে? আবহাওয়ার আপডেট
    আজ তক | ০৬ ফেব্রুয়ারি ২০২৪
  • West Bengal Weather Update: ফের পারদ চড়ে শীত গায়েব। তাপমাত্রা বাড়াতে বেড়েছে বৃষ্টির ভ্রূকুটি। কাল বেলা থেকেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় আকাশে জমাট বাধা মেঘ দেখা যায়। আজ অর্থাৎ মঙ্গলবার বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভোরে কোথাও হালকা কুয়াশা, কোথাও মাঝারি-ঘন কুয়াশার সম্ভাবনা। বেলা বাড়লে অবশ্য পরিষ্কার থাকবে আকাশ। আলিপুর আবহাওয়া অফিস, মঙ্গলবার বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিও হতে পারে। সোমবারও বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস ছিল।

    মঙ্গলবারের আবহাওয়া আপডেট
    আজ বৃষ্টির সম্ভাবনা বেশি পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ফের বাড়তে পারে তাপমাত্রা। বুধ ও বৃহস্পতিবারের মধ্যে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। কুয়াশায় আচ্ছন্ন থাকবে প্রতিটি জেলা। আগামী ৯ তারিখ থেকে ফের শুষ্ক আবহাওয়া থাকবে।

    বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প ডুকছে আমাদের রাজ্যে। সেই কারণে গত ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা বেশ খানিকটা বেড়ে গেছে। আজ দিনভর আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। এছাড়া, উল্লেখযোগ্য তেমন কোনও পরিবর্তন নেই। আগামী ১১ তারিখ পর্যন্ত শুষ্ক ও পরিষ্কার আবহাওয়াই থাকবে। রাতের তাপমাত্রায় আগামী তিন দিন তেমন কোনও পরিবর্তন নেই। আগামী দু-তিন দিন কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ২০- ১৯ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা। 

    উত্তরবঙ্গ ও দার্জিলিঙে কেমন আবহাওয়া?
    দার্জিলিং ও কালিম্পঙে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া, উত্তরবঙ্গের প্রতিটি জেলায় আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে। 

    কলকাতার আবহাওয়া
    বৃষ্টির কারণে উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত হবে। ফলে ঠান্ডা আবার খানিকটা কম থাকবে। তিনদিনে ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে তাপমাত্রা নামার সম্ভাবনা কম কলকাতায়। তবে সপ্তাহান্তে বৃষ্টি পরিস্থিতি কাটিয়ে আবহাওয়া সামান্য উন্নতি হতে পারে।
  • Link to this news (আজ তক)