ক্যানসারে আক্রান্ত কিং চালর্স, বিবৃতি জারি ব্রিটেনের রাজ পরিবারের
২৪ ঘন্টা | ০৬ ফেব্রুয়ারি ২০২৪
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্যানসারে আক্রান্ত ব্রিটেনের রাজা চার্লস। সোমবার বাকিংহাম প্যালেসের তরফ থেকে এক বিবৃতি জারি করা হয়। সেই বিবৃতিতেই এই কথা জানানো হয়। জানা গিয়েছে, ৭৫ বছর বয়সী কিং চার্লস প্রস্টেটের সমস্যায় গত মাসে তিন দিন হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন সময়েই তাঁর ক্যানসার ধরা পড়ে। তবে ঠিক কী ধরনের ক্যানসারের আক্রান্ত কিং, তা স্পষ্ট জানায়নি ব্রিটিশ রাজ পরিবার। যদিও প্রটেস্ট ক্যানসার নয় বলেই জানিয়েছে চার্লসের পরিবার।
ইতিমধ্যেই রাজা চার্লসের চিকিৎসা চালু হয়ে গিয়েছে। বাকিংহাম প্যালেসের তরফ থেকে এ ও জানানো হয় যে, ডাক্তার আপাতত রাজাকে জনসমক্ষে আসা থেকে বিরত থাকতে বলেছেন। বাকিংহাম প্যালেস থেকে সরকারি যে বিবৃতি জারি হয়, তাতে লেখা হয় 'সম্প্রতি রাজার প্রস্টেট সমস্যার জন্য হসপিটালে গত মাসে তিন ধরে চিকিৎসাধীন ছিল। প্রক্রিয়া চলাকালীন একটি পৃথক সমস্যা ধরা পড়ে। পরবর্তী ডায়াগনস্টিক পরীক্ষাগুলি ক্যান্সারের একটি রূপ চিহ্নিত করেছে। মহামান্য আজ নিয়মিত চিকিৎসার একটি সময়সূচী শুরু করেছেন, এই সময়ে ডাক্তাররা জনসমক্ষে না আসার পরামর্শ দিয়েছে। এই সময়কাল জুড়ে, মহামান্য যথারীতি রাষ্ট্রীয় ব্যবসা এবং অফিসিয়াল কাগজপত্র গ্রহণ চালিয়ে যাবেন।'বিবৃতিতে আরও লেখা হয়, 'রাজা তাঁর দ্রুত চিকিৎসা শুরু করার জন্য মেডিক্যাল টিমের কাছে কৃতজ্ঞ, যা শুধুমাত্র সম্ভব হয়েছে তাঁর সাম্প্রতিক হাসপাতালের পদ্ধতির জন্য। তিনি তাঁর চিকিৎসা সম্পর্কে সম্পূর্ণভাবে পজিটিভ আছেন এবং যত তাড়াতাড়ি সম্ভব সম্পূর্ণ পাবলিক ডিউটিতে ফিরে আসার জন্য উন্মুখ।''মহামান্য তাঁর রোগ নিয়ে জল্পনা রোধ করার জন্য এই খবরটি জনসমক্ষে আনার সিদ্ধান্ত নিয়েছেন এবং এই আশায় যে, এই খবরটি ক্যানসারে আক্রান্ত বিশ্বজুড়ে সকলের জন্য জনসাধারণের বোঝাপড়ায় সহায়তা করতে পারে।'চার্লসের দ্রুত আরোগ্য কামনা করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষিসুনক। তিনি বলেন, 'ম্যাজেস্টির পূর্ণ ও দ্রুত আরোগ্য কামনা করছি। আমার কোন সন্দেহ নেই যে তিনি খুব তাড়াতাড়ি আবার পূর্ণ শক্তি নিয়ে ফিরে আসবেন এবং আমি জানি পুরো দেশ তাঁকে শুভকামনা জানাবেন।'