Sundarban: সুন্দরবনে এবার শুধু বাঘ দেখাই নয়, পর্যটকদের জন্য দুরন্ত চমক আর ক’দিনেই!
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৬ ফেব্রুয়ারি ২০২৪
Sundarban:
প্রকৃতির এক অনবদ্য সৃষ্টি ম্যানগ্রোভে (Mangrove) ঘেরা সুন্দরবন (Sundarbans)। ঘন জঙ্গলের আনাচে-কানাচে দাপিয়ে বেড়ায় রয়্যাল বেঙ্গল টাইগার (Royal Bengal Tiger)। শুধু বাঘই (Tige
নয়, বাদাবনে ঘেরা জঙ্গলে থাকে হরিণ (Deer), বাঁদর, শুকর, বনবিড়ালের মতো প্রাণী। সুন্দরবনের নদীগুলিতে কুমিরের (crocodile) অবাধ বিচরণ। তবে এসব দেখতে দেখতে যাঁরা ক্লান্ত হয়েছেন তাঁদের জন্যই সুন্দরবনে এবার দুরন্ত এক ঠিকানা খুলে যাচ্ছে। এবার থেকে সুন্দরবনে গেলে এতল্লাটে ঢুঁ মারতে ভুলবেন না।