এজলাসে চাঁচাছোলা বক্তব্যের জন্য জনপ্রিয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার এজলাসে অবশ্য তাঁর কিছুটা অন্যরকম মেজাজই ধরা পড়ল। এদিন এজলাসে বসেই হাইকোর্টের অ্যাডভোকেট জেনারেল (এজি) তথা দীর্ঘদিনের ‘বন্ধু’ কিশোর দত্তর কাছে ক্ষমা চাইলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এজি-র উদ্দেশ্যে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘আই এম ভেরি সরি। আমি আপনার কাছে ক্ষমাপ্রার্থী।’ পাল্টা এজি কিশোর দত্ত-ও বলেন, ‘আমিও তো ওই দিন অনেক কিছু বলেছিলাম। না বলাই উচিত ছিল।’