• Pre Wedding Photoshoot: ভুবনভোলানো সৌন্দর্য্যে মুগ্ধ বিদেশিরাও! ওয়েডিং ফটোশুটে বাংলার এপ্রান্তই পছন্দের শীর্ষে!
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৬ ফেব্রুয়ারি ২০২৪
  • Wedding Photoshoot:

    প্রি ওয়েডিং ফটোশুট এখন সত্যিই একটি ট্রেন্ড। এরাজ্যেও এই ট্রেন্ড লক্ষ্য করা যায়। বিয়ের আগের এমন একটি মুহূর্তকে প্রাণবন্ত করে তুলতে ইতিমধ্যেই বহু বাঙালি যুগলও ভিড় জমাচ্ছে রাজ্যের এই অপূর্ব প্রান্তে। এখানে ফটো তোলার ক্ষেত্রে তেমন একটা ঝুট-ঝামেলা পোহাতে হয় না। স্থানীয়রা বেশ সার্পোটিভ। তাই তো রাজ্য তথা দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশিদের কানেও পৌঁছে গিয়েছে বাংলার অনিন্দ্যসুন্দর এই প্রান্তের কথা। বিদেশিরাও এখন তাঁদের বিয়ের আগের ফটোশুটের জন্য বাংলার এই অপরূপ প্রান্তকে বেছে নিচ্ছেন।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)