উত্তরাখণ্ড বিধানসভায় পেশ হয়েছে অভিন্ন দেওয়ানি বিধি বিল। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি), এই বিল পেশ করেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। গত বছরের শেষ দিকে, দেশজুড়ে এই আইন চালুর পক্ষে মত ব্যক্ত করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিধানয়ভায় বিলটি পাশ হলে, দেশের মধ্যে প্রথম রাজ্য হিসেবে উত্তরাখণ্ডে এই আইন চালু হবে। কী আছে এই অভিন্ন দেওয়ানি বিধি বিলে?