Valentine’s Week 2024: একসপ্তাহ ধরে ভ্যালেন্টাইন’স ডে-এর দিকে এগোন প্রেমিক-প্রেমিকারা, কী এর ইতিহাস, তাৎপর্য?
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৬ ফেব্রুয়ারি ২০২৪
History and significance of Valentine’s Day Week:
ফেব্রুয়ারি মাস মানেই বিশ্বজুড়ে প্রেমের জয়গান। কারণ, এই মাসেই রয়েছে বিখ্যাত ভ্যালেন্টাইন’স ডে। অর্থাৎ, আন্তর্জাতিক দুনিয়ার স্বীকৃত প্রেমদিবস। যার জন্য অপেক্ষা করে থাকেন বিশ্বের অসংখ্য মানুষ। ভ্যালেন্টাইনস ডে-এর আগে সপ্তাহজুড়ে পালিত হয় ভ্যালেন্টাইন’স উইক। যার শুরু হয় ৭ ফেব্রুয়ারি। শেষ হয় ১৪ ফেব্রুয়ারি।