• জাম্বিয়াতে কলেরায় মৃত ৬০০, মানবিক সহায়তা পাঠাল ভারত
    আজকাল | ০৬ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:  জাম্বিয়াতে ভয়ানক আকার ধারণ করেছে কলেরা। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৬০০ মানুষের। ভারতের পক্ষ থেকে এই পরিস্থিতিতে তিন দশমিক ৫ টন মানবিক সহায়তা পাঠানো হল জাম্বিয়াতে। দক্ষিণ আফ্রিকার এই দেশটিতে এর আগেই বেশ কয়েকবার মহামারী আকার ধারণ করেছিল কলেরা। ভারতের পক্ষ থেকে বিশুদ্ধ জল তৈরির সামগ্রী, ওআরএস এবং প্রচুর ওষুধ পাঠানো হয়েছে। জাম্বিয়াতে বর্তমানে প্রায় ১৫ হাজার মানুষ কলেরাতে আক্রান্ত। জাম্বিয়ার দশটির মধ্যে নটি প্রদেশে কলেরার প্রভাব দেখা দিয়েছে। জাম্বিয়ার লুসাকায় কলেরার প্রভাব সবথেকে বেশি। কলেরা আক্রান্তদের সেখানকার ন্যাশনাল হিরো স্টেডিয়ামের বাইরে বিশেষভাবে চিকিৎসা করা হচ্ছে। এছাড়াও সেখানকার সরকার টিকাকরণ কর্মসূচি চালু করেছে। বিশুদ্ধ পানীয় জলের বিষয়টিও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তবে গোদের উপর বিষফোঁড়ার মত সেখানে শুরু হয়েছে বৃষ্টি। ফলে চিকিৎসকদের বাড়তি সমস্যা তৈরি হয়েছে।  
  • Link to this news (আজকাল)