• ভারতকে কড়া হুঁশিয়ারি পাকিস্তান সেনাপ্রধানের
    আজকাল | ০৬ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তান সেনাদের ওপর কোনো হামলা হলে কঠোর জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সে দেশের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। জম্মু-কাশ্মীর সীমান্তে ভারত সেনাসংখ্যা বাড়ানোর ঘোষণার পরেই এই হুমকি দেন তিনি। সোমবার লাইন অব কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখা পরিদর্শনে যান পাকিস্তানের সেনাপ্রধান। সেখানে সীমান্তে দায়িত্ব পালনকারী সেনাসদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন; তাদের সাহসিকতারও প্রশংসা করেন তিনি। একই সঙ্গে তাঁর কথায় উঠে আসে ভারত প্রসঙ্গ। এ সময় নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তান সেনা সদস্যদের ওপর কোনও হামলা হলে কঠোর জবাবের হুঁশিয়ারি দেন।জেনারেল আসিম মুনির বলেন, সীমান্তের অপর পাশ থেকে যেকোনও আঘাত ঠেকিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত আছেন তাঁরা। কানাডায় শিখ নেতা হত্যা এবং আমেরিকায় আরেক শিখ নেতা হত্যাচেষ্টার পরিকল্পনায় ভারতের সংশ্লিষ্টতার কথা উল্লখ করে মুনির আরও বলেন, ভারত সমর্থিত সন্ত্রাসবাদীরা পাকিস্তানের নাগরিকদের টার্গেট করছে। তবে পাকিস্তান সেনাবাহিনী যেকোনও নাশকতার পরিকল্পনা রুখে দিতে প্রস্তুত।
  • Link to this news (আজকাল)