• টেস্ট হারের পর আবু ধাবিতে পাড়ি দিলেন স্টোকসরা
    আজকাল | ০৬ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: দ্বিতীয় টেস্ট হারের পর ভারত ছেড়ে আবু ধাবিতে পাড়ি দিলেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। রাজকোট টেস্টের আগে ন"দিনের বিরতি আছে। সেই সুযোগে পরিবারের সঙ্গে সময় কাটাতে এবং গলফ খেলতে আবু ধাবির ট্রেনিং ক্যাম্পে বেন স্টোকসরা। বিশাখাপত্তনামে ১০৬ রানে হারের পর প্র্যাকটিসে মনোযোগ না দিয়ে বিশ্রামকেই বেছে নিল ইংল্যান্ড দল। ভারতে টেস্ট খেলতে আসার আগে আবু ধাবিতেই প্রস্তুতি সারেন স্টোকসরা।‌ ভারতের মাটিতে কোনও প্র্যাকটিস ম্যাচ খেলেনি ইংল্যান্ড। প্রথম টেস্টের চারদিন আগে আসে ইংল্যান্ড দল। আবু ধাবির শিবিরে স্পিনারদের সামলানোর ওপরই জোর দেওয়া হয়েছিল। ভারতে সাধারণত স্পিন সহায়ক উইকেট হয়। ওখানকার উইকেটের সঙ্গে খুব বেশি পার্থক্য নেই। সেই মানসিক প্রস্তুতি নিয়েই পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এসেছিল ইংল্যান্ড দল। কিন্তু বুমরার রিভার্স সুইংয়ে কুপোকাত পোপ, রুটরা। তৃতীয় টেস্টে নামার আগে মানসিকভাবে চাঙ্গা হওয়ার জন্য ভারত ছাড়ে স্টোকস অ্যান্ড কোম্পানি। এই সিদ্ধান্তের পেছনে আরও একটি কারণ রয়েছে। এখানে থাকলে সর্বক্ষণ মিডিয়ার নজর থাকত তাঁদের দিকে। তাই লোকচক্ষুর আড়ালে থেকেই বাকি তিন টেস্টের প্রস্তুতি সারতে চান স্টোকসরা। 
  • Link to this news (আজকাল)