• টেস্ট হেরে প্রযুক্তিকে দুষলেন স্টোকস
    আজকাল | ০৬ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: দ্বিতীয় টেস্ট হারের পর প্রযুক্তির ওপর দোষ চাপালেন বেন স্টোকস। দাবি, প্রযুক্তির ভুলে আউট হয়েছেন জাক ক্রলি।‌ হার হজম করতে পারছেন না ইংল্যান্ডের অধিনায়ক। নিজেদের ব্যর্থতা না মেনে এবার প্রযুক্তির খুঁত ধরছেন। স্টোকসের দাবি, জাক ক্রলির আউটের সময় প্রযুক্তি সঠিক সিদ্ধান্ত জানায়নি। ম্যাচ শেষে এই প্রসঙ্গে স্টোকস বলেন, "আমার মনে হয় প্রযুক্তির ত্রুটি ছিল। আমার বিশ্বাস সেটাই। ক্রিকেটে এখন প্রযুক্তির ব্যবহার হয়। সেটা যে সবসময় একশো শতাংশ সঠিক হয় তাও না। এটা আমরা সবাই জানি। সেই জন্যই মাঠের আম্পায়ারের সিদ্ধান্তকে এখনও গুরুত্ব দেওয়া হয়। তবে এটা নিয়ে কিছু করার নেই।" প্রসঙ্গত, এদিন জাক ক্রলিকে প্রথমে আম্পায়ার আউট দেননি। ডিআরএস নেন রোহিত। তারপর আউট দেওয়া হয় ইংল্যান্ডের ওপেনারকে। ৭৩ রান করে ফেরেন তিনি। ক্রলির আউট পার্থক্য গড়ে দেয়। কোনওভাবেই এটা মানতে পারছেন না স্টোকস। প্রথম দুই টেস্টের শেষে সিরিজ ১-১। ১৫ ফেব্রুয়ারি রাজকোটে শুরু তৃতীয় টেস্ট। 
  • Link to this news (আজকাল)