• মমতা ইন্ডিয়ার এক উল্লেখযোগ্য অংশ: রাহুল গান্ধী
    আজকাল | ০৬ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ফের একবার মমতাকে জোটবার্তা দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁকে বলতে শোনা গেল, মমতা এখনও ইন্ডিয়া জোটের এক উল্লেখযোগ্য অংশ।রাহুল বলেন, মমতা ইন্ডিয়ার এক উল্লেখযোগ্য অংশ। বাকি সদস্যদের অধিকাংশই এখনও জোটেরই অংশ। নীতীশ কুমার জোট ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। আপনারা বুঝতেই পারছেন কেন তিনি জোট ছাড়লেন। সে ঠিক আছে। আমরা বিহারেও লড়ব ইন্ডিয়া জোট হিসেবেই সুতরাং আমি একমত নই যে আমাদের বহু সঙ্গীই আর জোটের অংশ নয়। প্রসঙ্গত, এর আগেও এমন কথা বলতে দেখা গিয়েছে রাহুলকে। সম্প্রতি ভারত জোড়ো ন্যায় যাত্রার মাঝেই গুয়াহাটি থেকে কংগ্রেস নেতা রাহুল বলেন, আমার সঙ্গে ব্যক্তিগত ও দলের সঙ্গে মমতা ব্যানার্জির ভালো সম্পর্ক। ছোটখাটো বিষয় থাকে। তবে সমস্যা যাই থাক, সেসব মিটে যাবে। মমতার সঙ্গে জোট নিয়ে আত্মবিশ্বাসী দেখিয়েছিল তাঁকে। এবার ফের জোটবার্তা দিতে দেখা গেল তাঁকে।
  • Link to this news (আজকাল)