• ফেব্রুয়ারিতেই যৌথ সমাবেশ ইন্ডিয়া জোটের!
    আজকাল | ০৬ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: লোকসভা নির্বাচনে গেরুয়া শিবিরের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এক ছাতার তলায় এসেছে কংগ্রেস সহ একগুচ্ছ বিজেপি-বিরোধী রাজনৈতিক দল। নির্বাচনকে পাখির চোখ করে একাধিক বৈঠকও হয়েছে বিরোধী জোটের। তবে তার মধ্যেও তাল কেটেছে। বিরোধী জোট ইন্ডিয়ার মূল সূত্রধার নীতীশ কুমার বিহারে মহাগঠবন্ধন ভেঙে পুনরায় গেরুয়া শিবিরের হাত ধরে সরকারে গড়েছেন। নীতীশ ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, তিনি জোটবদ্ধ করতে চেষ্টা করেছিলেন, কিন্তু সকলে কাজ করছিলেন না ঠিকমতো। বিহারের রাজনীতিতে তাঁর সঙ্গে জোট এবং সরকার গঠনে সহায়তার জন্য বিজেপির শীর্ষনেতৃত্বকে ধন্যবাদ দিতে দিল্লি পৌঁছেছেন তিনি। এদিকে সূত্রের খবর, নীতীশ জোট ত্যাগের পর ফেব্রুয়ারিতেই যৌথ সমাবেশের পরিকল্পনা করেছে বিরোধী জোট ইন্ডিয়া। সূত্রের খবর, এমাসের শেষের দিকেই সমাবেশ হবে, ইতিমধ্যে মুম্বইয়ে তার জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। যদিও ওই সমাবেশে কোন কোন নেতা উপস্থিত থাকছেন, তা এখনও জানা যায়নি।
  • Link to this news (আজকাল)