• ‌বন্দে ভারতের খাবারে মিলল আরশোলা! শুরু হইচই
    আজকাল | ০৬ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ বন্দে ভারতের খাবারে মিলল আরশোলা!‌ ঘটনায় শোরগোল পড়েছে। জানা গেছে গত ১ ফেব্রুয়ারি বন্দে ভারতে চেপে রানি কমলাপতি থেকে জবলপুর যাচ্ছিলেন পেশায় চিকিৎসক শুভেন্দু কেশরী। ট্রেনে আমিষ পদ নিয়েছিলেন তিনি। সেই খাবার দেখে আঁতকে ওঠে তিনি। দেখতে পান, খাবারের মধ্যে রয়েছে একটি মৃত আরশোলা। প্রসঙ্গত, ভারতীয় রেলে খাবার পরিবেশনের দায়িত্বে থাকে আইআরসিটিসি। গোটা ঘটনার কথা জানিয়ে খাবারের ছবি সহ তিনি এক্স হ্যান্ডলে পোস্ট করেন। জবলপুর স্টেশনে নেমে তিনি অভিযোগও জানান।ঘটনায় ইতিমধ্যেই ওই যাত্রীর কাছে ক্ষমা চেয়ে নিয়েছে আইআরসিটিসি। ঘটনার যথোপযুক্ত তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। যে সংস্থা ওই খাবার সরবরাহ করেছিল, সেই সংস্থাকে মোটা টাকা জরিমানা করা হয়েছে। নেটিজেনরা রীতিমতো সমালোচনা করেছেন।  
  • Link to this news (আজকাল)