• আস্থাভোটে জয়লাভের পরের দিনই কেন্দ্রীয় সরকারকে এজেন্সি কটাক্ষ চম্পাই সোরেনের...
    আজকাল | ০৬ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:   ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে তিনি সদ্য আস্থাভোটে জয়ী হয়েছেন। বিধানসভার বিশেষ অধিবেশনের শেষদিনে এসে কেন্দ্রীয় সরকারকে এবার কটাক্ষ করলেন ঝাড়খণ্ডের নয়া প্রধানমন্ত্রী চম্পাই সোরেন। তিনি বলেন, এবার মনে হয় না কারও কিছু বলার আছে। কারও কাছে আর কোনও ইস্যু নেই। এদিন চম্পাই সোরেন আরও বলেন, কেন্দ্রীয় সরকার এজেন্সিকে কাজে লাগিয়ে বিরোধী দলগুলিকে কোণঠাসা করতে চাইছে। সেজন্যেই হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করা উচিত। গোটা দেশ জানে ঝাড়খণ্ডের গ্রামগুলিতে উন্নয়নের কাজ করেছেন হেমন্ত সোরেন। তারপরও তাঁকেই নিশানা করেছে এজেন্সি। প্রসঙ্গত, সোমবারই ৪৭-২৯ ভোটে আস্থাভোট জিতেছেন চম্পাই সোরেন। ৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে দরকার ছিল ৪১ টি আসন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার ২৯ টি আসন এবং কংগ্রেসের ১৭ টি আসনের সহায়তায় অতি সহজেই আস্থা ভোট জেতেন চম্পাই সোরেন। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে ইতিমধ্যেই জমি দুর্নীতি মামলায় গ্রেপ্তার করেছে ইডি। তবে আদালতের অনুমতি নিয়ে আস্থাভোটে অংশ নেন হেমন্ত সোরেন।  
  • Link to this news (আজকাল)