• কুকুরের বিস্কুট পার্টিকর্মীকে দিলেন রাহুল গান্ধী! সোশ্যাল মিডিয়ায় আক্রমণের মুখে কংগ্রেস নেতা
    ২৪ ঘন্টা | ০৬ ফেব্রুয়ারি ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একটি ভাইরাল ভিডিয়ো নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর উপর নতুন আক্রমণ শুরু করেছেন। ভিডিয়োতে দেখা গিয়েছে একটি কুকুর তাঁর কাছ থেকে বিস্কুট খেতে অস্বীকার করার পরে সেই বিস্কুট তিনি একজন সমর্থককে খেতে দিয়েছে। এই ঘটনা এর পরেই উত্তেজনা সৃষ্টি করেছে।ভারত জোড়ো ন্যায় যাত্রা তার এক্স (পূর্বের টুইটার) হ্যান্ডেলে পোস্ট করা একটি ভিডিয়োতে, রাহুল গান্ধীকে ঝাড়খণ্ডে যাত্রার সময় একটি কুকুরছানাকে আদর করতে দেখা যায়। ভিডিয়োতে রাহুল গান্ধী বিস্কুটের প্যাকেট চান এবং কুকুরছানাটিকে একটি বিস্কুট দিতে দেখা যায়।

    সেই মুহুর্তে, বেশ কয়েকজন সমর্থক গান্ধীর সঙ্গে কথা বলতে এবং সেলফি তুলতে হাজির হন। তবে, ভারত জোড়ো ন্যায় যাত্রার পোস্ট করা ভিডিয়োতে দেখা যাচ্ছে না যে রাহুল গান্ধী কুকুরের বিস্কুট একজন সমর্থকের হাতে তুলে দিচ্ছেন।হিমন্ত বিশ্ব শর্মার টুইট করা ভাইরাল ভিডিয়োতে, রাহুল গান্ধীকে দেখা গিয়েছে একজন মানুষকে বিস্কুট দিতে যা কুকুরছানাটি খায়নি। এর ফলে বিজেপির পক্ষ থেকে অভিযোগ উঠেছে যে কংগ্রেস নেতা তার সমর্থকদের সঙ্গে দুর্ব্যবহার করছেন।প্রাক্তন কংগ্রেস নেতা, হিমন্ত বিশ্ব শর্মা রাহুল গান্ধীকে আক্রমণ করে বলেছিলেন যে তিনি এবং তার পরিবার বিশ্ব শর্মা কে ‘বিস্কুট খাওয়াতে’ পারেননি। তিনি বলেন, ‘আমি একজন গর্বিত অহমিয়া এবং ভারতীয়। আমি খেতে অস্বীকার করে কংগ্রেস থেকে পদত্যাগ করেছি’। হিমন্ত বিশ্ব শর্মা প্রায়ই আগের একটি ঘটনা বর্ণনা করেন যেখানে তিনি দাবি করেছিলেন যে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাতের সময়, তাঁর পোষা কুকুর পিডিকে একটি প্লেট থেকে বিস্কুট দেওয়া হয়েছিল। এরপরে সেই প্লেট থেকেই উপস্থিত কংগ্রেস নেতাদের দেওয়া হয়েছিল।অসমের মুখ্যমন্ত্রী এই গল্পটি ব্যবহার করেছেন দলীয় বিষয়ে রাহুল গান্ধীর চিন্তা নিয়ে প্রশ্ন তোলার জন্য। তিনি এই ঘটনাকে কংগ্রেস থেকে তাঁর প্রস্থানের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন।এর আগে, হিমন্ত বিশ্ব শর্মা এবং রাহুল গান্ধী গত মাসে ভারত জোড় ন্যায় যাত্রার অসম লেগ নিয়ে কথার যুদ্ধে জড়িয়েছিলেন।রাহুল গান্ধীকে বিজেপি-র আক্রমণভাইরাল হয়ে যাওয়া কুকুরের বিস্কুট সংক্রান্ত ভিডিয়োটি বিজেপিকে নতুন রসদ দিয়েছে গান্ধীকে আক্রমণের জন্য। দলের আইটি সেলের প্রধান অমিত মালব্য, ‘ক্রাউন প্রিন্স’ রাহুল গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে খোঁচা দিয়েছেন। মালব্য ভিডিয়োটি ট্যুইটারে পোস্ট করার সময়ে হিন্দিতে লিখেছেন, ‘কিছুদিন আগে, কংগ্রেস সভাপতি খাড়গেজি দলের বুথ এজেন্টদের কুকুরের সঙ্গে তুলনা করেছিলেন এবং এখন, রাহুল গান্ধী তার সফরের সময় একটি কুকুরকে বিস্কুট খাওয়াচ্ছেন, এবং যখন কুকুরটি খায়নি, তখন তিনি তার কর্মীকে একই বিস্কুট দিয়েছেন’।অমিত মালব্য আরও বলেছেন, ‘যে দলের সভাপতি এবং যুবরাজ যদি তার দলের কর্মীদের সঙ্গে কুকুরের মতো আচরণ করেন, তবে এই জাতীয় দলের অদৃশ্য হয়ে যাওয়া স্বাভাবিক’।বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা রাহুল গান্ধীকে তার ভারত জোড়ো ন্যায় যাত্রার জন্য কটূক্তি করেছেন এবং দাবি করেছেন যে কথিত ঘটনাটি গান্ধী পরিবারের ‘অভিজাত মানসিকতা’ প্রতিফলিত করে।তিনি ট্যুইটারে লিখেছেন, “কংগ্রেস কর্মীদের (পার্টি কর্মীদের) জন্য কোন 'ন্যায়' নেই? কুকুরের প্রত্যাখ্যান করা বিস্কুট কর্মকর্তাদের খাওয়ানো হয়! প্রথম পরিবারের অভিজাত মানসিকতা’। 
  • Link to this news (২৪ ঘন্টা)