Recruitment Scam: নিয়োগ দুর্নীতি: কোর্টে ‘সোনার কেল্লা’-‘ফেলুদা’ প্রসঙ্গ টেনে ‘তুখোড়’ ব্যাখ্যা CBI-এর
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৭ ফেব্রুয়ারি ২০২৪
Recruitment Scam Case:
রাজ্যের নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলার তদন্তে নেমে একের পর এক হেভিওয়েটকে জেলে পুরেছে ED-CBI। তবে তাদের মধ্যে অনেকে ছাড়াও পেয়ে গিয়েছেন। তদন্তের এই দীর্ঘসূত্রিতা নিয়ে আদালতে বারবার ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলিকে। মঙ্গলবার ফের একবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha) নিয়োগ দুর্নীতির (Job Scam) তদন্তে দেরি ইস্যুতে কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। তবে এদিন সওয়ালে CBI আইনজীবী সত্যজিৎ রায়ের (Satyajit Roy) ‘সোনার কেল্লা’ (Sonar Kella) ছবির জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ‘ফেলুদা’ (Feluda) প্রসঙ্গ। রিলের দুঁদে গোয়েন্দা প্রদোষ মিত্রের (Prodosh Chandra Mitra) তুখোড় ‘গোয়েন্দাগিরি’ তুলে ধরে আদালতকেও এদিন CBI আশ্বস্ত করেছে।
Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)