• Garlic Price: ছুঁলেই ছ্যাঁকা রসুনে! আরও বাড়বে দাম? আশঙ্কায় বুক কাঁপছে আমজনতার
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৭ ফেব্রুয়ারি ২০২৪
  • Garlic Price:

    কখনও আদা (Ginge

    বা পেঁয়াজ (Onion), তা না হলে রসুন (Garlic)। রসুই ঘরের এই তিন প্রয়োজনীয় উপাদানের কোনও একটির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার। রান্নার স্বাদ বৃদ্ধিতে যাদের জুড়ি মেলা ভার নিত্যদিন সেই সব উপাদানেরই দাম বাড়ছে। কখনও আবার একসঙ্গে দু-তিনটি অপরিহার্য্য সেই উপাদানের দাম বেড়ে যায় (Price Hike)। এবার কলকাতা (Kolkata)-সহ রাজ্যের সর্বত্র রসুনের দাম আকাশ ছুঁয়েছে। সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। তবে নতুন রসুন উঠতে শুরু করায় দাম কমার সম্ভাবনাও রয়েছে। এর পাশাপাশি আতঙ্কের কথাও শুনিয়েছেন রসুনের কারবারিরা।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)