Dravid-Sourav: বোমা ফাটিয়েছিলেন সৌরভ, সপাটে দিলেন এবার দ্রাবিড়-ও! দুই মহারথীর সংঘাতে উত্তাল ভারতীয় ক্রিকেট
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৭ ফেব্রুয়ারি ২০২৪
England tour to India:
বোমাটা ফাটিয়েছিলেন ভারতীয় ক্রিকেটের মহারাজ সৌরভ গাঙ্গুলি। আর, সপাটে জবাবটা এল ভারতীয় দলে তাঁর প্রাক্তন সতীর্থ রাহুল দ্রাবিড়ের থেকে। দুই মহারথীর এই সংঘাতে এবার উত্তাল ভারতীয় ক্রিকেট। এই দ্বন্দ্বের সূত্রপাত পিচ নিয়ে। যা ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক আর তাঁর পার্টনারকে দাঁড় করিয়ে দিল দুই বিপরীত মেরুতে।