• জলপাইগুড়িতে ইস্টবেঙ্গল ক্লাবের নামে রাস্তা
    আজকাল | ০৭ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: এবার জলপাইগুড়িতে ইস্টবেঙ্গল সরণি। শিলিগুড়িতে মোহনবাগানের নামে রাস্তার পর এবার কলকাতার আরেক প্রধানের নামে রাস্তার উদ্বোধন হল। মঙ্গলবার জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটির উদ্যোগে জলপাইগুড়ির থানা মোড় থেকে বাবুপাড়ার স্বর্গীয় দাজু সেনের বাড়ি পর্যন্ত রাস্তাটির নতুন নামকরণ করা হল "ইস্টবেঙ্গল সরণি" নামে। ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, বিধায়ক প্রদীপ বার্মা, চেয়ারপার্সন পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি, ইস্টবেঙ্গল ক্লাবের সহ সচিব রূপক সাহা, ফুটবল সচিব সৈকত গাঙ্গুলি, শীর্ষকর্তা দেবব্রত সরকার, রজত গুহ সহ অন্যান্য কর্তারা। এছাড়াও ছিলেন ক্লাবের প্রাক্তন অধিনায়ক অ্যালভিটো ডি"কুনহা, রহিম নবি। ইস্টবেঙ্গলের অনূর্ধ্ব-১৭ দলের ফুটবলার দেবজিৎ রায়, প্রজ্জল সাহা, আশিষ রায়ও হাজির ছিল। ছিল সমর্থকরাও। অনুষ্ঠান উপলক্ষে লাল হলুদ পতাকায় জলপাইগুড়ি শহর রঙিন হয়ে ওঠে। আট থেকে আশি, স্কুল পড়ুয়া থেকে চাকুরীজীবি, জেলার সমস্ত ক্রীড়া সংগঠন, সমাজের সমস্ত ক্ষেত্রের পুরুষ মহিলা নির্বিশেষে সবাই একত্রে অংশগ্রহণ করে শোভাযাত্রায় I ঢাকের তাল এবং ইস্টবেঙ্গল ক্লাবের থিম সংয়ে অনুষ্ঠান জমজমাট হয়ে ওঠে। 
  • Link to this news (আজকাল)