• রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলিতে বিপুল আর্থিক জালিয়াতি,জানালেন কেন্দ্রীয় মন্ত্রী...
    আজকাল | ০৭ ফেব্রুয়ারি ২০২৪
  • বীরেন ভট্টাচার্য: বিগত ৫টি অর্থবর্ষে রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলিতে বিপুল পরিমাণে আর্থিক জালিয়াতির ঘটনা ঘটেছে। তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির লিখিত প্রশ্নের জবাবে লোকসভায় জানিয়েছেন অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভগবত কারাড। রিজার্ভ ব্যাঙ্কের থেকে পাওয়া তথ্য অভিষেকের প্রশ্নের জবাবে দিয়েছেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রীর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী ২০২২-২৩ অর্থবর্ষে সবচেয়ে বেশি সংখ্যক আর্থিক জালিয়াতি হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায়। ২০২২-২৩ অর্থবর্ষে দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কে জালিয়াতির সংখ্যা দেড় হাজারেরও বেশি। দ্বিতীয় স্থানে রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০২২-২৩ অর্থবর্ষে স্টেট ব্যাঙ্কে আর্থিক জালিয়াতির পরিমাণ ৪,৬৫৮ কোটি টাকা। তার আগের অর্থবর্ষে ১,৪১৯টি আর্থিক জালিয়াতি হয়েছে এবং তার অঙ্ক ৫,৪৫৭ কোটি টাকা। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৯-২০ অর্থবর্ষে অর্থাৎ করোনার প্রথম ঢেউয়ের বছরে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় রেকর্ড অঙ্কের আর্থিক জালিয়াতি হয়েছে। সেই আর্থিক বছরে ১,২১১টি আর্থিক জালিয়াতি হয়েছে, যার অঙ্ক ৩৪,৩৪৬ কোটি টাকা। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ক্ষেত্রেও সবচেয়ে বেশি আর্থিক জালিয়াতি হয়েছে ২০১৯-২০ আর্থিক বছরে। মাত্র ৪৮০টি ব্যাঙ্ক জালিয়াতি হয়েছে করোনার প্রথম ঢেউয়ের আর্থিক বছরে। যদিও তার অঙ্ক ২০,৮৫২ কোটি টাকা। ২০২২-২৩ আর্থিক বছরে পিএনবিতে আর্থিক জালিয়াতির অঙ্ক ৪,৬৫৮ কোটি টাকা। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, রিজার্ভ ব্যাঙ্কের আর্থি জালিয়াতি সম্পর্কিত নির্দিষ্ট আইন না মানার কারণে রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলিকে জরিমানা করা হয়েছে। মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি জরিমানা করা হয়েছে ২০১৯ সালে। ১১টি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কে মোট ২৮.৫০ কোটি টাকা জরিমানা করে আরবিআই। ২০২৩ সালে শুধুমাত্র সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে ৩০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে বলে পরিসংখ্যানে উল্লেখ করেছেন ভগবত কারাড।
  • Link to this news (আজকাল)