• মধ্যপ্রদেশে বাজি কারখানার ঘটনার শোকপ্রকাশ মোদির, তদন্ত নিয়ে কটাক্ষ কুণালের...
    আজকাল | ০৭ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশে বাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। ঘটনার জেরে ইতিমধ্যেই ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫৯ জন। এই ঘটনায় এবার শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানিয়েছেন, মৃতের পরিবারগুলিকে ২ লক্ষ টাকা করে দেবে প্রধানমন্ত্রীর ফান্ড্র। এদিন ঘটনার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে একটি পোস্ট করে সেখানে লেখা হয়, ‘মধ্যপ্রদেশের বাজি কারখানার ঘটনায় মর্মাহত। মৃতের পরিবারকে সমবেদনা জানাই। আহতদের সাহায্যে এগিয়ে এসেছে প্রশাসন। প্রধানমন্ত্রীর ফান্ড থেকে মৃতের পরিবারগুলিকে ২ লক্ষ টাকা করে দেওয়া হবে। আহতদের ৫০,০০০ টাকা করে দেওয়া হবে’। এই ঘটনায় মৃতের পরিবারকে সমবেদনা জানিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। পাশাপাশি, কটাক্ষ করেছেন কেন্দ্রকেও। ঘটনার পর কুণাল পোস্ট করেন, এবার এনআইএ তদন্ত হবে তো? রাজ্যে বিস্ফোরণের ঘটনার পর একধিকবার এনআইএ তদন্তের দাবি তুলেছিল বিরোধী দলগুলি। সেই প্রসঙ্গকে টেনে এনেই এবার কেন্দ্রকে বিঁধেছেন কুণাল ঘোষ।
  • Link to this news (আজকাল)