• আদালতে সাক্ষী দিলেন ১০৫ বছরের বৃদ্ধ
    আজকাল | ০৭ ফেব্রুয়ারি ২০২৪
  • মিল্টন সেন, হুগলি: সম্পত্তি বিভাজনের মামলায় আদালতে সাক্ষ্য দিলেন ১০৫ বছরের বৃদ্ধ। মঙ্গলবার চুঁচুড়া জেলা আদালতে দ্বিতীয় সিভিল জজ সিনিয়র ডিভিশনের ঘরে সাক্ষ্য দেন কালি কুমার বসু। পেশায় রেলের অবসরপ্রাপ্ত আধিকারিক। জন্ম ১৯১৯ সালের ১ জানুয়ারি। বাড়ি পোলবা থানার অন্তর্গত মেরিয়া এলাকায়। আইনজীবী বিদ্যুৎ রায় চৌধুরী বলেছেন, গত ২০১৭ সাল থেকে শরিকদের সঙ্গে কালি বাবুর একটি সম্পত্তি বিভাজনের মামলা চলছিল। কালি বাবুর সম্মতি ছাড়া শরিকরা সম্পত্তির কিছুটা অংশ বিক্রয় করে দিয়েছিলেন। আইন অনুযায়ী শরিকি সম্পত্তি বিক্রয় করতে গেলে বাকি শরিকদের সম্মতি নিতে হয়। নাহলে আদালতের নির্দেশে সেই সম্পত্তি পুনরায় ফেরত দেওয়ার ব্যবস্থা করা যায়। সেই মামলা এতদিন ধরে চলছিল। একজনের সাক্ষ্য গ্রহণ বাকি ছিল। বয়েসের কারণে সেটা হয়ে উঠছিল না। এদিন নারীদের সাহায্যে কালি বাবু আদালতে পৌঁছন। তাঁর সাক্ষ্য গ্রহণের পর বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়। আগামী ১৬ তারিখ মামলার চূড়ান্ত শুনানি হবে।ছবি: পার্থ রাহা
  • Link to this news (আজকাল)