• 'রাগের মাথায় অনেক কিছু বলে ফেলেছি', হাইকোর্টে বিবাদ মিটল বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের...
    আজকাল | ০৭ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের কাছে ক্ষমা চাইলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার ভরা এজলাসে কিশোর দত্তের কাছে ক্ষমা চেয়ে নেন তিনি। বিচারপতি গঙ্গোপাধ্যায় এদিন বলেন "কয়েক দিন আগে আমি আপনাকে অনেক কিছু বলেছি। আমি আপনাকে বহু বছর ধরে চিনি। প্রায় ৩৭ বছর হবে আমাদের পরিচয়। আমি আপনার কাছে ক্ষমাপ্রার্থী। আমি খুবই দুঃখিত’। তিনি আরও জানিয়েছেন কিশোর দত্তের সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তিনি, কিশোর দত্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচী একসঙ্গে বহু ভাল সময় কাটিয়েছেন। সে কারণেই রাগের মাথায় তিনি যা বলেছিলেন তার জন্য ক্ষমা চেয়ে নেন। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই কথা শুনে ক্ষমা চেয়ে নেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেলও। তিনি বলেন, ‘আমিও তো ওই দিন অনেক কিছু বলেছিলাম। না বলাই উচিত ছিল’। প্রসঙ্গত, রাজ্যের সরকারি মেডিক্যাল কলেজগুলিতে ভর্তির অনিয়ম সংক্রান্ত মামলায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের সঙ্গে কথা কাটাকাটি হয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তারপরেই এদিন ক্ষমা চেয়ে নেন দুজনেই।ন, ‘
  • Link to this news (আজকাল)