• আত্মঘাতী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক
    দৈনিক স্টেটসম্যান | ০৭ ফেব্রুয়ারি ২০২৪
  • নিজস্ব সংবাদদাতা, লালগোলা: ফের আলচনার কেন্দ্রে যাদবপুর বিশ্ববিদ্যালয়। আত্মহত্যা করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক। বাড়ি থেকে উদ্ধার হয়েছে তাঁর ঝুলন্ত দেহ। আজ মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের লালগোলায় নিজের বাড়িতে। মৃত অধ্যাপকের নাম সুমন নিহার (৩৭)। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ছিলেন।
    পুলিশ সূত্রে খবর, ওই অধ্যাপক লালগোলার বালিপাড়ার বাসিন্দা। তিনি এখানে বৃদ্ধ বাবা-মার সঙ্গে থাকতেন। সপ্তাহ শেষে এবং ছুটির দিনে বাড়ি আসতেন। গত রবিবারও গ্রামের বাড়িতে ফিরেছিলেন ওই অধ্যাপক। আজ মঙ্গলবার তাঁকে কলকাতায় ফেরার কথা ছিল। কিন্তু দুপুরেই ঘটে মর্মান্তিক ঘটনা। তাঁর পরিবারের সদস্যরা ঘর থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেন। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় কৃষ্ণপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কী কারণে এই ঘটনা ঘটল তা নিয়ে সম্পূর্ণ ধোঁয়াশায় রয়েছেন পরিবারের সদস্যরা। পুলিশ ঘটনার তদন্ত করে দেখছে। তবে প্রেমঘটিত কারণে এই ঘটনা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)