• টানা দ্বিতীয়বার রাজ্যসভায় সঞ্জয় সিং, জেল থেকেই যাবেন শপথ নিতে
    ২৪ ঘন্টা | ০৭ ফেব্রুয়ারি ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মঙ্গলবার দিল্লির একটি আদালত জেলবন্দী আম আদমি পার্টি (এএপি) নেতা সঞ্জয় সিংকে রাজ্যসভার সাংসদ (এমপি) হিসাবে দ্বিতীয়বার শপথ নেওয়ার অনুমতি দিয়েছে।রাউজ অ্যাভিনিউ আদালত সঞ্জয় সিংকে ৮ অথবা ৯ ফেব্রুয়ারি পুলিস হেফাজতে সংসদে যেতে এবং রাজ্যসভার সাংসদ হিসাবে শপথ নেওয়ার অনুমতি দিয়েছে বলে জানা গিয়েছে।

    সঞ্জয় সিং দিল্লি থেকে উচ্চকক্ষে ফের নির্বাচিত হয়েছেন। তিনি সোমবার শপথ নিতে পারেননি কারণ এটি হাউসের কাজের তালিকাভুক্ত ছিল না। রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখরের অফিসের সূত্রে এই খবর জানা গিয়েছে।আগের দিন, রাউজ এভিনিউ কোর্টের বিশেষ বিচারক এম কে নাগপাল সঞ্জয় সিং-কে ৮ ফেব্রুয়ারি বা ৯ ফেব্রুয়ারি সংসদে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। বিচারপতি জেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন যাতে তাঁকে বিচার বিভাগীয় হেফাজতে শপথ গ্রহণের প্রক্রিয়ার জন্য উপযুক্ত নিরাপত্তায় রাজ্যসভায় নিয়ে যাওয়া হয়।রাজ্যসভার সূত্র অনুসারে জানা গিয়েছে, AAP নেতাকে ৫ ফেব্রুয়ারি শপথ নেওয়ার অনুমতি দেওয়া হয়নি কারণ বাদল অধিবেশন চলাকালীন অনিয়ন্ত্রিত আচরণের জন্য তার উপর স্থগিতাদেশ কার্যকর থাকবে, এবং বিশেষাধিকার কমিটি তার রিপোর্ট জমা না দেওয়া পর্যন্ত তিনি কাজে অংশ নিতে পারবেন না।সিংকে দিল্লি আবগারি নীতির সঙ্গে যুক্ত একটি মানি লন্ডারিং মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেফতার করেছিল। জানুয়ারিতে রাজ্যসভায় দ্বিতীয় মেয়াদের জন্য AAP তাঁকে ফের মনোনীত করেছিল।১ ফেব্রুয়ারি, সঞ্জয় সিং দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে একটি আবেদন করেছিলেন। প্রাথমিকভাবে রাজ্যসভার সাংসদ হিসাবে শপথ নিতে এবং ৫ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলা সংসদ অধিবেশনে অংশ নেওয়ার জন্য সাত দিনের অন্তর্বর্তী জামিন চেয়েছিলেন।যদিও, পরে তিনি নিজের আবেদন সংশোধন করেন এবং শুধুমাত্র শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুমতি চান। 
  • Link to this news (২৪ ঘন্টা)