বিরাট অর্থনৈতিক সংকট! মেসির সঙ্গে চুক্তি ভাঙল বাইজুস
২৪ ঘন্টা | ০৭ ফেব্রুয়ারি ২০২৪
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোমবার ফের বড় খবর এসেছে এড-টেক কোম্পানি বাইজুসকে কেন্দ্র করে। গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ফুটবলার লিওনেল মেসির সঙ্গে এড-টেক কোম্পানি বাইজু-এর তিন বছরের চুক্তি স্থগিত করা হয়েছে। ফুটবলারের সঙ্গে সংস্থাটি চুক্তি স্বাক্ষরের এক বছর পরে এই ঘটনা ঘটেছে।২০২২ সালের নভেম্বরে, BYJU'স ঘোষণা করে যে সংস্থাটি ফুটবল তারকা লিওনেল মেসিকে তাদের সামাজিক ইম্প্যাক্টের দিক 'এডুকেশন ফর অল'-এর প্রথম গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করেছে।
তখন একটি আনুষ্ঠানিক বিবৃতিতে, BYJU'স বলেছিল যে মেসি প্যারিস সেন্ট-জার্মেই-এর হয়ে খেলছেন এবং আর্জেন্টিনার ফুটবল দলের অধিনায়ক। তিনি ইকুইটেবল শিক্ষার প্রচারের জন্য BYJU-র সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছিলেন।এই চুক্তির এক বছর পরে, জানা গিয়েছে যে তিন বছরের চুক্তিটি এখন স্থগিত রাখা হয়েছে। মেসি প্রতি বছর আনুমানিক ৫-৭ মিলিয়ন ডলারের জন্য চুক্তি করা হয়েছিল বলে জানা গিয়েছে।জানা গিয়েছে যে বাইজু প্রথম বছরের জন্য মেসিকে টাকা দিয়েছে, তবে চুক্তিটি পূর্ণ মেয়াদের আগে শেষ হবে কিনা বা বাইজু নির্ধারিত সময়ে চুক্তিটি পুনরায় চালু করার পরিকল্পনা করছে কিনা সেই বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।জানা গিয়েছে যে লিকুইডিটি সমস্যা এবং কোম্পানির মধ্যে গুরুতর উদ্বেগের অন্যান্য বিষয়গুলির কারণে এই ঘটনা ঘটেছে। যদিও বাইজুর তরফ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।২০২৩ সালের মাঝামাঝি সময়ে শেষ হওয়ার পরে কোম্পানিটি বলিউড অভিনেতা শাহরুখ খানের সঙ্গেও পুনর্নবীকরণ করেনি। ইন্ডাস্ট্রি একজিকিউটিভরা জানিয়েছেন যে এটি একটি পারস্পরিক সিদ্ধান্ত কারণ ক্রমাগত নিয়ন্ত্রক যাচাইয়ের কারণে অভিনেতাও এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত থাকতে চাননি।