Madhya Pradesh Blast: বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত্যু বেড়ে ১১, কোন ভুলে এত বড় মাসুল গুনতে হল শ্রমিকদের?
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৭ ফেব্রুয়ারি ২০২৪
মঙ্গলবারের ভয়াবহ বিস্ফোরণের পর কেটে গিয়েছে প্রায় ২৪ ঘন্টা। এই ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে কমপক্ষে ১১ জনের আহত হয়েছেন মোট ১৭৪ জন।স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, মধ্যপ্রদেশের হরদার বৈরাগড় এলাকায় ওই কারখানায় বিস্ফোরণের ভয়াবহ আঁচ পড়েছে লাগোয়া এলাকায়। আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে পড়লে লাগোয়া কমপক্ষে ৬০টি বাড়ি পুড়ে গেছে। কারখানায় লাগাতার বিস্ফোরণের মধ্যেও প্রশাসনের কর্মীরা এলাকার শতাধিক বাড়ির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান। আতসবাজি কারখানায় পরপর বিস্ফোরণের জেরে সেখানে থাকা বহু গাড়ি ও বাইকও পুড়ে যায়।