Indian Student Attacked in Chicago: মার্কিন মুলুকে ভারতীয় পড়ুয়ার উপর হামলা, মোদী সরকারের কাছে সাহায্যের আবেদন পরিবারের
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৭ ফেব্রুয়ারি ২০২৪
শিকাগোতে নিজের ফ্ল্যাটের সামনেই অস্ত্রধারী ছিনতাইবাজদের তাণ্ডব। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক ভারতীয় ছাত্র। জানা গিয়েছে ওই ছাত্রের নাম সৈয়দ মাজাহির আলি। অস্ত্রধারী ছিনতাইবাজদের হাতে আক্রান্ত হয়েছেন তিনি। শিকাগোতে ভারতীয় ছাত্রের ওপর হামলা চালানো এবং তাঁর কাছ থেকে ফোন ছিনতাই-এর ঘটনায় ওই ছাত্রের পরিবার ভারত সরকারের কাছে হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন। পাশাপাশি তাঁর যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আবেদন জানানো হয়েছে।