অলিম্পিয়ান এবং হকি তারকা বরুণ কুমার এবার ব্যাপক বিপাকে পড়লেন। বেঙ্গালুরু পুলিশের তরফে তাঁর নামে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। নাবালিকা থাকার সময় এক মহিলাকে টানা ধর্ষণ করেছিলেন। সেই মহিলাই পুরোনো তিক্ত অভিজ্ঞতা নিয়ে হাজির হয়েছিলেন পুলিশের কাছে। তারপরেই ২৮ বছরের হকি সুপারস্টারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উদ্যোগী হল বেঙ্গালুরু পুলিশ।