• Varun Kumar: বিয়ের প্রতিশ্রুতিতে বারবার ধর্ষণ তরুণীকে! ভয়ানক অভিযোগে বিপদে অর্জুন-জয়ী ভারতীয় সুপারস্টার
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৭ ফেব্রুয়ারি ২০২৪
  • Arjuna award winner Varun Kumar:

    অলিম্পিয়ান এবং হকি তারকা বরুণ কুমার এবার ব্যাপক বিপাকে পড়লেন। বেঙ্গালুরু পুলিশের তরফে তাঁর নামে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। নাবালিকা থাকার সময় এক মহিলাকে টানা ধর্ষণ করেছিলেন। সেই মহিলাই পুরোনো তিক্ত অভিজ্ঞতা নিয়ে হাজির হয়েছিলেন পুলিশের কাছে। তারপরেই ২৮ বছরের হকি সুপারস্টারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উদ্যোগী হল বেঙ্গালুরু পুলিশ।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)