Happy Rose Day 2024 Wishes: ক্লডিয়াসের যুগ থেকে আজ, রোজ ডে ভরিয়ে তোলে ভালোবাসার বার্তায়
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৭ ফেব্রুয়ারি ২০২৪
Rose Day 2024:
প্রেম সপ্তাহের প্রথম দিনটি হল রোজ ডে। এই দিনটি পালনের নানা কাহিনি আছে। শোনা যায়, রোমান সম্রাট ক্লডিয়াস দ্বিতীয় এই গোলাপ দিবসের দিনই তাঁর প্রেমিকা জুলিয়া অগাস্টাকে প্রেমপত্র দিয়েছিলেন। শেক্সপিয়ার তাঁর নাটক ‘হ্যামলেট’-এ রোজ ডে-এর উল্লেখ করেছেন। সব মিলিয়ে বলা যায় যে, অতীত থেকেই প্রেমের প্রকাশ করতে লাল গোলাপ দেওয়ার চল ছিল।