• Rose Day 2024: আজ শুরু প্রেম সপ্তাহ! কীভাবে গোলাপ হয়ে উঠল প্রেমের প্রতীক?
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৭ ফেব্রুয়ারি ২০২৪
  • Happy Rose Day 2024 Date:

    আজ রোজ ডে। প্রতিবছর ৭ ফেব্রুয়ারি রোড ডে পালিত হয়। এই দিন থেকেই শুরু হয় প্রেমসপ্তাহ। অবশ্য বছরে আরও একটি রোজ ডে থাকে। সেটা ‘ওয়ার্ল্ড রোজ ডে’ নামে পরিচিত। তবে, সেই দিনটি বিশ্ব ক্যানসার রোগীদের জন্য উৎসর্গ। কিন্তু, গোলাপ আর প্রেমের যে মাখোমাখো ভাব, সেকথা মাথায় রেখে ৭ ফেব্রুয়ারিকেই প্রেমের দুনিয়া কুর্নিশ জানায়।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)