• ‌ভারত রাইস ব্র‌্যান্ডের সূচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী
    আজকাল | ০৭ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল মঙ্গলবার দিল্লির কর্তব্য পথে ভারত রাইস ব্র্যান্ডের সূচনা করেন। উপভোক্তাদের সরাসরি এই চাল প্রদান করা হবে। ভর্তুকি মূল্যে ২৯ টাকা প্রতি কিলো দরে সরকার ৫ ও ১০ কিলোর প্যাকেটে এই চাল দেবে। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে সরকার ৮১ কোটি মানুষকে বিনামূল্যে খাদ্য শস্য সরবরাহ করছে। এই প্রকল্পকে আরও ৫ বছর বাড়ানো হয়েছে। দেশের গরিব পরিবারগুলি মাসে ১৫০০ থেকে ২০০০ টাকা প্রতি মাসে বাঁচাতে পারছেন বলে মন্তব্য করেন মন্ত্রী। অনুষ্ঠানে মন্ত্রকের প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি এবং সচিব উপস্থিত ছিলেন। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া ভারত ব্র্যান্ড রাইস প্রকল্পের অধীনে, ৫ লক্ষ মেট্রিক টন চাল দুটি সমবায়–নাফেড ও এনসিসিএফ ও খুচরো মূল্যের দোকান মারফত কেন্দ্রীয় ভান্ডারকে সরবরাহ করবে। পরবর্তীতে এই সমবায়গুলি চাল প্যাকেটজাত করবে ও বাজারে বিক্রি করবে। এই চাল ই–কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাবে।
  • Link to this news (আজকাল)