• ‌ মধ্যপ্রদেশে বেআইনি বাজি কারখানায় ধারাবাহিক বিস্ফোরণে মৃত অন্তত ১১, মালিক সহ গ্রেপ্তার তিন ...
    আজকাল | ০৭ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ মধ্যপ্রদেশে বেআইনি বাজি কারখানায় ধারাবাহিক বিস্ফোরণ। অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় কারখানার মালিক সহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তদের নাম সোমেশ আগরওয়াল, রফিক খান এবং রাজেশ আগরওয়াল। পুলিশ সূত্রে খবর, রাজেশ ওই কারখানার মালিক। অভিযোগ, কারখানায় বিস্ফোরণের পর দিল্লির উদ্দেশে পালিয়ে যাচ্ছিলেন রাজেশ। পুলিশের অনুমান, বিস্ফোরণের ঘটনার সঙ্গে সোমেশ এবং রফিকের কোনও যোগসূত্র থাকতে পারে। গ্রেপ্তারির পর তিন জনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।প্রসঙ্গত, মঙ্গলবার সকাল ১১টা নাগাদ ভোপাল থেকে ১৫০ কিলোমিটার দূরে হরদা শহরের বৈরাগড় এলাকার মাগার্ধা রোডের উপর একটি বাজি কারখানায় একাধিকবার বিস্ফোরণ হয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দমকল ও পুলিশ ঘটনাস্থলে যায়। ১৭৪ জনকে উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে ৩৪ জনকে ভোপাল এবং হোসাঙ্গাবাদের হাসপাতালে ভর্তি করানো হয়। বাকি ১৪০ জন আহতদের ভর্তি করানো হয় জেলা হাসপাতালে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, এখনও পর্যন্ত কারখানায় বিস্ফোরণে ১১ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আপাতত এলাকায় উদ্ধারকাজ জারি রয়েছে। জানা গেছে ওই কারখানার কোনও বৈধ লাইসেন্স ছিল না। বিস্ফোরণের পর কারখানা সংলগ্ন ৬০টি বাড়িতে আগুন ধরে যায়। সেই বাড়িগুলি থেকে বাসিন্দাদের উদ্ধার করা হয়েছে। আরও একশোটি বাড়ি দ্রুত খালি করে দেওয়া হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে কয়েক জন পথচারীও জখম হয়েছেন। বিস্ফোরণে মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা সাহায্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব আহতদের দ্রুত চিকিৎসার নির্দেশ দিয়েছেন। 
  • Link to this news (আজকাল)