• ‌ দ্রুত ছাড়ুন মায়ানমারের রাখিনে এলাকা, ভারতীয়দের নির্দেশ বিদেশ মন্ত্রকের ...
    আজকাল | ০৭ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েববডেস্ক:‌ মায়ানমারে বাড়ছে উত্তেজনা। দেশের অন্দরে সেনাবীহিনীর সঙ্গে বিরোধ, সংঘর্ষে কার্যত ভেঙে পড়েছে মায়ানমারের নিরাপত্তা ব্যবস্থা। ভারত, বাংলাদেশে বাড়ছে অনুপ্রবেশ। সেনা ও বিদ্রোহী গোষ্ঠীর সংঘর্ষের হাত থেকে বাঁচতে সীমান্তে ভিড় জমাচ্ছেন মায়ানমারের নাগরিকরা। এই পরিস্থিতিতে ভারতীয়দের জন্য সতর্কবার্তা জারি করা হল। কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের তরফে ভারতীয় নাগরিকদের অবিলম্বে মায়ানমাপের রাখিনে ছাড়তে বলা হয়েছে। গত বছরের শেষ থেকেই মায়ানমারে উত্তেজনা বাড়ছে। সরকার চালাচ্ছে সেনাবাহিনী। জেলবন্দি আন সুকির মতো রাষ্ট্রনেতারা। সেনার বিরুদ্ধে বিদ্রোহী গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠতেই শক্তি প্রয়োগ করেছে বাহিনী। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। মায়ানমারের কয়েক হাজার নাগরিক ইতিমধ্যেই ভারতে অনুপ্রবেশ করেছে। সম্প্রতি বাংলাদেশেও পালিয়ে আসেন বেশ কয়েকজন মায়ানমার সেনা। মায়ানমারে পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। যা দেখে সেখানে থাকা ভারতীয়দের জন্য সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক। ভারতীয়দের মায়ানমারের রাখিনে–তে যেতে বারণ করা হয়েছে। যারা ওখানে রয়েছেন, তাদেরও অবিলম্বে ওই রাজ্য ছাড়তে নির্দেশ দিয়েছে বিদেশ মন্ত্রক। 
  • Link to this news (আজকাল)