• ‌ অজিত পাওয়ার শিবিরই আসল এনসিপি, কমিশনের সিদ্ধান্তে ক্ষুব্ধ শরদ গোষ্ঠী ...
    আজকাল | ০৭ ফেব্রুয়ারি ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ অজিত পাওয়ারের শিবিরকেই আসল ন্যাশনাল কংগ্রেস পার্টি (‌এনসিপি)‌ বলে ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। দলের প্রকৃত মালিকানা কাদের হাতে, তা নিয়ে গত ৬ মাস ধরে চলছিল শুনানি। দশটির বেশি শুনানির পরে অবশেষে অজিত পাওয়ার শিবিরের দিকে রায় দিল কমিশন। যা নিঃসন্দেহে বড় ধাক্কা শরদ পাওয়ারের কাছে। নির্বাচন কমিশন জানিয়েছে, এনসিপির নাম ও চিহ্ন ব্যবহারের অধিকার থাকবে অজিত পাওয়ার শিবিরের হাতে। পাশাপাশি শরদ পাওয়ারকে নতুন দলের নাম ঠিক করতে বুধবার বিকেল তিনটের মধ্যে তিনটি নাম জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এটা ঘটনা, শরদ পাওয়ারের পক্ষে রয়েছেন ১২ জন বিধায়ক। আর অজিতের পক্ষে আছেন ৪১ জন বিধায়ক।এই ঘোষণায় অজিত শিবির যেমন উচ্ছ্বসিত। শরদ শিবির তেমনি ক্ষোভ উগড়ে দিয়েছে। প্রসঙ্গত, গত বছরের মাঝামাঝি এনসিপিতে গোষ্ঠী কোন্দল চরমে পৌঁছায়। সদলবলে শরদ পাওয়ারের এনসিপি থেকে বেরিয়ে বিজেপির হাত ধরেন ভাইপো অজিত পাওয়ার। মহারাষ্ট্র মন্ত্রিসভায় যোগ দেন এনসিপির ৯ বিধায়ক। অজিত নিজে উপমুখ্যমন্ত্রী হন। ক্ষুব্ধ শরদ অজিত শিবিরের একাধিক নেতাকে বরখাস্ত করেন। 
  • Link to this news (আজকাল)